বাবা'দের ভালোবাসা

বাবা' কথাটি শুনতে কত নিরাপদ,আশ্রয়স্থল আর ভরসাময় মনে হয়। আমার-আপনার সবারই বাবা আছে আবার নাও থাকতে পারে (যারা মারা গিয়েছে)। যারা নেই, তাদের জন্য প্রার্থনা করি, যেন ওপারে শান্তিতে থাকেন। ছোট বেলায় আমাদের বাবারা অনেক শাসন করতেন, তা দেখে খুব রাগ হত,আর ভাবতাম যে বাবারা হয়তো এমনই হয়! এখন আমি বা যারা বাবা হয়েছেন, তারা হয়ত বুঝে গেছেন যে, তখন কেন এমন করতেন। তবে এটাও চিন্তা করি,আমাদের বাবা যেমন ভাবে আমাদের বড় করেছেন, এর চাইতে যেন আরো বেশি আদর-ভালোবাসা দিয়ে বড় করতে পারি।
আমার দুই সন্তান

Comments

Popular Posts