সামাজিক যোগাযোগ
মানুষ সামাজিক জীব। আর সমাজে বসবার করতে হলে সামাজিক কার্যকলাপ মেনে চলতে হয়। এবং চলার মাঝেই আমাদের বেড়ে উঠা। আবার এর মাঝেও কিছু নিয়ম-নীতি মেনে চলতে হয়।। যাক্ আসল কথায় আসি।
বর্তমান দেশের অবস্থার উপর বিবেচনা করে আমাদের সবাইকে, বিশেষ করে আমরা গারো খ্রীষ্টিয়ান যারা আছি খুব সতর্ক থাকতে হবে।
১.facebook. আমরা সবাই ফেইসবোক ব্যাবহার করে থাকি। হয়তো কিছু কিছু ব্যাক্তি এখনো ব্যাবহার করে না। আর সবাই কম-বেশি ব্যাবহার বিধি জানে। আমার ব্যাক্তিগত কিছু পরামর্শ রইল।
ক. ফেইসবোকের প্রোফাইল সবসময় লগ করে রাখতে হয়, এটা সবাই জানে। এর উপকারিতা না বললেও চলে। এর পরে হল প্রোফাইল বা কাভার ছবি একটির বেশি যেন নাহয়। এর পরে সব কটি ছবির ফোল্ডা সেটিং এ নিরাপত্তার কিছু অপশন আছে, সেট করে রাকবেন।
খ.ফ্রেন্ডলিষ্ট যাচাই-বাছাই করে রাখবেন
গ. বর্তমানের বিষয়ে বিবেচনা করে কোন প্রকার কমেন্টারি, শেয়ার,না করা থেকে নিজেকে বা অন্যকে সাবধান করা।
ঘ. আমার জানা মতে প্রতিদিন নিজের নাম লিখে ফেইসবোকে সার্চ দিয়ে দেখবেন যে আপনার নামে আরো কোন আই ডি আছে কিনা।
থেকে থাকলে যাচাই করে দেখেন সেটা কি আপনার কোন তথ্য দেওয়া আছে কিনা। আপনি যে ডিভাইস দিয়ে লগইন করেছেন, সেই ডিভাইস দিয়ে সেটিং প্রবেশ করে চেক করে দেখেন যে কয়টি সাইডে আপনি লগইন করেছেন আর কয়টি ডিভাইসে তা এক্টিভ আছে। যদি একের অধিক থাকে ওখান থেকেই রিমোভ করে দিন।
আর কেউ যদি অফারযুক্ত মেসেজ দিয়ে থাকে আর আপনি সেটা ওপেন করে থাকেন, তাহলে সাথে সাথেই পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। Two-factore athowrise অন রাখেন।।
আরো অনেক উপায় আছে ফেইসবোকে সেইভ রাখার। তবে সব চাইতে সবার আগে নিজেকে সেইভ রাখেন, বন্ধু-বান্ধব, পরিবার, সমাজ সবাই নিরাপরে থাকবে।
ধন্যবাদ সবাইকে।।।

Comments