আজ বাবা দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস ২০২২। পিতৃ দিবস বাবা দিবস পালন করার সঠিক সময় মধ্যযুগ থেকে ইউরোপের ক্যাথলিক দেশগুলোতে শুরু হয়েছিল। সর্বমোট ১১১ টির বেশি দেশে বাবা দিবস পালন করা হয়ে থাকে। বাবা দিবস পালন করার মূল তাৎপর্য হচ্ছে বাবা বা পিতা কে সম্মান প্রদর্শন। বিশ্ব বাবা দিবস পালন করার জনপ্রিয় একটি তারিখ হচ্ছে ১৯ জুন। তবে অঞ্চলভেদে পিতা দিবস বাবা দিবস আলাদা তারিখ হতে পারে। মাথা দিবস পালন করার শুরু করার পর থেকে বাবাদের ভূমিকাও যে সন্তানদের মানুষ হওয়ার পেছনে রয়েছে তার জন্যই বাবা দিবস পালন করা শুরু করা হয়।
বলা হয়ে থাকে ১৯০৮ সালের ০৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ায় ফেয়ার্মন্ট এক গির্জায় সর্বপ্রথম বাবা দিবস পালন করা হয়েছিল। অন্যদিকে সনোরা স্মার্ট নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও পিতৃ দিবস পালনের পরিকল্পনা এসেছিল। বাবা দিবস উপলক্ষে বাবাদের সম্পর্কে লিখতে গেলে সারাদিনেও শেষ করা যাবে না। কারণ একজন সন্তান মানুষ করার পেছনে তাদের অনেক ভূমিকা রয়েছে।
Comments